• Oct 22 2023 - 15:10
  • 55
  • : 1 minute(s)

ফিলিস্তিনি শহীদদের রক্ত ​​বর্তমান বিশ্বব্যবস্থার ধ্বংস ডেকে আনবে: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ফিলিস্তিনের গাজায় নির্যাতিত জনগণের বিরুদ্ধে আজ যা ঘটছে তা পশ্চিমাদের দাবি করা সভ্যতা, স্বাধীনতা ও মানবাধিকারের নিদর্শন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ফিলিস্তিনের গাজায় নির্যাতিত জনগণের বিরুদ্ধে আজ যা ঘটছে তা পশ্চিমাদের দাবি করা সভ্যতা, স্বাধীনতা ও মানবাধিকারের নিদর্শন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি গাজায় নির্যাতিত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। দেশের স্বাস্থ্য কর্মীদের কৃতিত্বে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আয়োজিত সম্মেলনে তিনি ওই শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যাকে তিনি মানবতাবিরুদ্ধে সুস্পষ্ট বংশ নিধনযজ্ঞ বলে মন্তব্য করেন। তিনি বলেন: আমেরিকাসহ ইহুদিবাদী ইসরাইল এবং তাদের মদদদাতারা ওই নৃশংস গণহত্যা চালাচ্ছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন: আমরা বিশ্বাস করি মজলুম ফিলিস্তিনী শহীদদের রক্ত অবশ্যই বর্তমান বিশ্বব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দেবে। সেইসঙ্গে ন্যায় এবং কল্যাণময় ব্যবস্থা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলা ও অপরাধ বন্ধের প্রস্তাবে ভেটো প্রদানকে রায়িসি মানবতার প্রতি দ্বিগুণ অবিচার বলে অভিহিত করেছেন।

চলতি মাসের ৭ তারিখে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস লাগাতার ইহুদিবাদী নির্যাতনের জবাবে আল-আকসা তুফান নামে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ইসরাইলের সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ চরমভাবে ব্যর্থ হয়। অভিযানে সহস্রাধিক ইসরাইলি নিহত হয় এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিসহ বহু ইহুদি উপশহর ধ্বংস হয়ে যায়। ওই পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরাইল নিরীহ গাজাবাসীর ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে।  

গেল ১৭ অক্টোবর রাতে তারা গাজার আল-আহলি-আরাব হাসপাতালে নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশুসহ সহস্রাধিক ফিলিস্তিনীকে শহীদ করে। বিশ্বব্যাপী ইসরাইলি ওই পাশবিকতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠলেও পশ্চিমারা ইসরাইলকে সমর্থন জানিয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: