• Jun 25 2023 - 06:20
  • 72
  • : 1 minute(s)

ফিলিস্তিনিদের সামনে নতজানু হতে বাধ্য হবে ইসরাইল: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উল্লেখযোগ্য সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উল্লেখযোগ্য সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের সামনে নতজানু হতে বাধ্য হবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া গতকাল (বুধবার) একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ফিলিস্তিনি তরুণ সমাজের মধ্যে যে দায়িত্ববোধ গড়ে উঠেছে তারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ইসরাইলি সেনাদেরকে ঘিরে ফেলার ঘটনা প্রমাণ করে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।

চলমান ফিলিস্তিন পরিস্থিতির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ফিলিস্তিন সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রগতির অর্থ হচ্ছে মুসলিম উম্মাহর অন্যান্য সমস্যা সমাধানের পথ সুগম করা।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অতি সম্প্রতি গাজা উপত্যকায় সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা করেছিল বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। তিনি বলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইহুদিবাদীদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা গাজা উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইল বিরোধী সংগ্রামের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে। তবে একইসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে যারা নতজানু করতে বাধ্য করবে তারা হচ্ছেন পশ্চিম তীরবাসী।

তিনি বলেন, কিছুদিন আগে পর্যন্ত একথা কল্পনা করাও দুঃসাধ্য ছিল যে পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি তরুণেরা এমনভাবে ইসরাইলি সেনাদেরকে ঘেরাও করে ফেলবে যাতে ইহুদিবাদীরা তাদের সেনাদের বাঁচাতে যুদ্ধবিমান তলব করবে। কিন্তু এমন ঘটনাও কিছুদিন আগে পশ্চিম তীরের জেনিন শহরে এই ঘটনা ঘটেছে। সাক্ষাতে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইল হানিয়া।তিনি  বলেন, পশ্চিম তীরে ও গাজা উপত্যকা ইহুদিবাদীদের জন্য নরকে পরিণত করা হবে।# 

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: