• Jan 16 2023 - 12:07
  • 72
  • : Less than one minute

প্রাণীর প্রজাতি শনাক্তের পদ্ধতি খুঁজে পেলেন ইরানের বিজ্ঞানীরা

ইরানি জৈবিক সম্পদ কেন্দ্রের হিউম্যান অ্যান্ড অ্যানিমেল সেল ব্যাংকের গবেষকরা অধ্যয়ন এবং অসংখ্য নিবন্ধের সমষ্টির মাধ্যমে প্রাণীর প্রজাতি শনাক্তে আণবিক চিহ্নিতকারী হিসেবে মাইটোকন্ড্রিয়াল জিন প্রবর্তন করেছেন।

ইরানি জৈবিক সম্পদ কেন্দ্রের হিউম্যান অ্যান্ড অ্যানিমেল সেল ব্যাংকের গবেষকরা অধ্যয়ন এবং অসংখ্য নিবন্ধের সমষ্টির মাধ্যমে প্রাণীর প্রজাতি শনাক্তে আণবিক চিহ্নিতকারী হিসেবে মাইটোকন্ড্রিয়াল জিন প্রবর্তন করেছেন।

স্বল্প পরিমাণের টার্গেট নমুনা থেকে প্রজাতি সনাক্তকরণ একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিজ্ঞানীরা উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করার জন্য মাইটোকন্ড্রিয়াল জিনের অনুলিপি ব্যবহার করার বিভিন্ন উপায় অনুসন্ধান করেছেন।ফিন্যান্সিয়াল ট্রিবিউন প্রতিবেদন করেছে, আন্তর্জাতিক জার্নালে দ্য নিউক্লিয়াসে প্রকাশিত রিভিউ আর্টিকেলটি প্রস্তুত করেছেন হিউম্যান অ্যান্ড অ্যানিমেল সেল ব্যাংকের প্রধান গবেষক ডঃ জাহরা ইলিয়াসি গর্জি এবং তার সহকর্মীরা। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: