• Sep 18 2023 - 10:40
  • 66
  • : Less than one minute

প্রযুক্তি ক্ষেত্রে ইরানের সাথে কাজ করতে আগ্রহী কিউবা

ইরানের সাথে প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতায় আগ্রহী কিউবা।

ইরানের সাথে প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতায় আগ্রহী কিউবা। এবিষয়ে কিউবা প্রজাতন্ত্রের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী তার দেশের প্রস্তুতি ব্যক্ত করেছেন।আরমান্দো রদ্রিগেজ বাতিস্তা ইরান হাউস অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টারঅ্যাকশন কো-অপারেশনের প্রধান আমির হোসেন মিরাবাদির সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, প্রযুক্তির ক্ষেত্রে কিউবার একটি রোড ম্যাপ রয়েছে এবং এই বিষয়ে প্রযুক্তির ক্ষেত্রে সফল বৈশ্বিক উদাহরণগুলির অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়া যায়।

বাতিস্তা এই বৈঠকে সাম্প্রতিক সময়ে উদ্ভাবনের ক্ষেত্রে দেশটির উল্লম্ফন উল্লেখ করে প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের সাথে সহযোগিতা করার জন্য কিউবার প্রস্তুতিও ব্যক্ত করেন।

বৈঠকে এই সহযোগিতা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্তও গৃহীত হয়। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: