• Sep 17 2023 - 13:11
  • 60
  • : Less than one minute

প্রথম নেভিগেশনাল রিসার্চ স্যাটেলাইট নির্মাণ করছে ইরান

‘পাজহুহেশ ১’ নামে ন্যাভিগেশনের ক্ষেত্রে প্রথম গবেষণা উপগ্রহ নির্মাণ করছে ইরান।

‘পাজহুহেশ ১’ নামে ন্যাভিগেশনের ক্ষেত্রে প্রথম গবেষণা উপগ্রহ নির্মাণ করছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার (আইএসএ) মুখপাত্র হোসেইন দালিরিয়ান এই ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার দালিরিয়ান এক্স (সাবেক টুইটার) এর একটি পোস্টে লিখেছেন, ইরান স্পেস রিসার্চ সেন্টার বেসরকারি খাতকে সহায়তা করতে গবেষণা উপগ্রহ ‘পাজহুহেশ – ১’ এর নকশা, নির্মাণ এবং বিতরণের জন্য একটি পাবলিক টেন্ডার আহ্বান করতে চায়।’

তিনি বলেন, ‘পজহুহেশ-১’ স্যাটেলাইটটি আসলে স্পেস স্টেশন নেভিগেশনের ক্ষেত্রে একটি গবেষণা উপগ্রহ হবে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: