• Nov 18 2024 - 09:10
  • 1
  • : Less than one minute

প্রতিদিন সাউথ পার্সে রেকর্ড পরিমাণ গ্যাস উত্তোলন করা হচ্ছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্র-চালিত পার্স অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি জানিয়েছে, দেশের বিদ্যুৎ খাতে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে চলতি সপ্তাহের শুরুতে সাউথ পার্স গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্র-চালিত পার্স অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি জানিয়েছে, দেশের বিদ্যুৎ খাতে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে চলতি সপ্তাহের শুরুতে সাউথ পার্স গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

সংস্থাটি গতকাল (শনিবার) বলেছে, দক্ষিণ পার্সের ২৮টি ফেইজ থেকে ১৩ নভেম্বর মোট উৎপাদন ৭১১ মিলিয়ন ঘনমিটার রেকর্ড করা হয়েছে।

সাউথ পার্স হলো বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র যা পারস্য উপসাগরে ইরান ও কাতারের সামুদ্রিক সীমান্তে বিস্তৃত। এই গ্যাসক্ষেত্র কাতারে ‘উত্তর গম্বুজ’ নামে পরিচিত।

এই ক্ষেত্র থেকে ইরানের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৭০ ভাগেরও বেশি উত্তোলন করা হয়। ২০২৩ সালে দক্ষিণ পার্স ক্ষেত্র থেকে ইরান প্রতিদিন ৭০৬ মিলিয়ন ঘনমিটার উৎপাদনের রেকর্ড করেছিল।  

যখন ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো প্রাকৃতিক গ্যাস সরবরাহের ঘাটতি মোকাবেলা করছে তখন এই ঘোষণা এসেছে। শীত শুরুর প্রথম থেকেই বিশেষ করে গরম করার চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের চাহিদা বেড়ে গেছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: