• Jun 9 2024 - 18:19
  • 28
  • : Less than one minute

প্যারিসে চলছে ইরান সিনেমা উৎসব

ফ্রান্সের প্যারিসে ১১তম ইরান সিনেমা উৎসব চলছে। নভেল ওডিওন সিনেমা শীর্ষক এই উৎসবে ২০টি ইরানি চলচ্চিত্র দেখানো হচ্ছে।

ফ্রান্সের প্যারিসে ১১তম ইরান সিনেমা উৎসব চলছে। নভেল ওডিওন সিনেমা শীর্ষক এই উৎসবে ২০টি ইরানি চলচ্চিত্র দেখানো হচ্ছে। বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, অভিজ্ঞ এবং তরুণ পরিচালকদের নির্মিত ফিচার, শর্ট, অ্যানিমেশন এবং ডকুমেন্টারি ফিল্ম উৎসবে দেখানো হচ্ছে।


ফিচার চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা দারিউশ মেহরজুই (১৯৪৯-২০২৩) এর শেষ চলচ্চিত্র ‘অ্যা মাইনর’।

 ‘অ্যা মাইনর’ নাদি নামে একটি অল্পবয়সী মেয়েকে ঘিরে নির্মাণ করা হয়েছে। সে গান-বাজনায় আগ্রহী। কিন্তু তার বাবা সংগীতের তীব্র বিরোধিতা করেন। এখান থেকেই তার সমস্যা শুরু হয়।

মুভিটি মানুষের আবেগ এবং সামাজিক গতিশীলতার গভীরতাকে ফুটে তুলেছে। ইরানী সমাজের পটভূমিতে এটি মানব সম্পর্কের জটিলতা এবং এর বিভিন্ন চরিত্রের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে তুলে এনেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারদিস আহমাদিয়ে ও আলী নাসিরিয়ান।

ইভেন্টে অংশগ্রহণকারী অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফরহাদ দেলারাম পরিচালিত ‘অ্যাকিলিস’ এবং আব্বাস আমিনির ‘এন্ডলেস বর্ডারস’ সহ আন্তর্জাতিক উৎসবে একাধিকবার অংশ নেওয়া কয়েকটি ছবি। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: