• Jan 8 2024 - 09:28
  • 55
  • : Less than one minute

পুনে আন্তর্জাতিক উৎসবে ইরানের ৬ চলচ্চিত্র

১৮ থেকে ২৫ জানুয়ারি ভারতীয় শহরে অনুষ্ঠিতব্য পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে ছয়টি ইরানি চলচ্চিত্র দেখানো হবে।

১৮ থেকে ২৫ জানুয়ারি ভারতীয় শহরে অনুষ্ঠিতব্য পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে ছয়টি ইরানি চলচ্চিত্র দেখানো হবে।
 
আলিরেজা খাতামি এবং আলি আসগারির যৌথ পরিচালনার ছবি ‘টেরেস্ট্রিয়াল ভার্সেস’ উৎসবের মূল অংশে পর্দা কাপাবে।
 
চলচ্চিত্রটি একটি শিশুর নামকরণ নিয়ে বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়। দৈনন্দিন মানুষের গল্পের মধ্য দিয়ে সিনেমার গল্প সামনে এগিয়ে যায়। একটি হতাশাগ্রস্ত, রাজনৈতিকভাবে সেন্সরকৃত চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে একটি কিশোরী মেয়ের স্কুলে যাওয়া, সেখানে সিস্টেমের মুখোমুখি হওয়া, মোটরসাইকেলে একটি ছেলের সঙে ধরা পড়া ইত্যাদি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।
 
ইরানি-ব্রিটিশ পরিচালক হাসান নাজেরের ‘উইনার্স’, ফরহাদ দেলারামের ‘অ্যাকিলিস’, আহমদ বাহরামির ‘দ্য ওয়েস্টটাউন’, কাজেম দানেশির ‘ডাস্টল্যান্ড’ এবং হামেদ রাজাবির ‘রপওয়াকার মেমোরিস’ উৎসবের গ্লোবাল সিনেমা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: