পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করতে ঐক্য দরকার: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে।
ইরান এ লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।
আজ (রোববার) ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলে এক টকশোতে তিনি এসব কথা বলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাষণ্ড খুনি ও দখলদার ইসরাইল ছাড়া এই অঞ্চলের সব দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে।
ইরানের বর্তমান প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সরকারের প্রচেষ্টায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা জটিলতা নিরসন করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, এই দুই দেশের বন্ধনের ইতিহাস পুরনো। এই দুই দেশের মধ্যে ধর্ম, মাজহাব ও সভ্যতার দিক থেকেও ব্যাপক মিল রয়েছে।#
পার্সটুডে