• Jul 13 2025 - 07:26
  • 19
  • : Less than one minute

পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের শীর্ষস্থানীয় দেশ ইরান

২০০০তম লিভার ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতাল পশ্চিম এশিয়া অঞ্চলে অঙ্গ প্রতিস্থাপনের শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে ইরানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

২০০০তম লিভার ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতাল পশ্চিম এশিয়া অঞ্চলে অঙ্গ প্রতিস্থাপনের শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে ইরানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

পার্সটুডেকে দেওয়া সাক্ষাৎকারে লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান আলী জাফারিয়ান বলেন, "ইরান পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের অগ্রগামী দেশ এবং এখানে সম্পন্ন হওয়া প্রতিস্থাপন কার্যক্রমের ফলাফল আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনীয়।"

তিনি আরও বলেন, "তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে প্রতি মাসে ১৫ থেকে ২০টি লিভার প্রতিস্থাপন করা হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম খরচে উচ্চমানের সেবা দেওয়া হয়। ২০০১ সাল থেকে এই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার ফলে এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। "

ড. জাফারিয়ান বলেন, লিভার প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের এক জটিল ও কৌশলগত পদ্ধতি, যা অনেক দেশে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয় না। কিন্তু ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে এক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।

তাঁর মতে, ইরানে লিভার প্রতিস্থাপনের ফলাফল বৈশ্বিক সাফল্যসূচকের সঙ্গে পাল্লা দিতে সক্ষম, যদিও চিকিৎসা ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, লিভার প্রতিস্থাপনের পর রোগীদের পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার হার প্রায় ৭৫ শতাংশ, যা বৈশ্বিক গড়ের সমান।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: