• Aug 24 2022 - 14:45
  • 137
  • : Less than one minute

পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় সন্ত্রাসের মূল কারণ বিদেশী হস্তক্ষেপ: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ। এ কারণেই পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে।

মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ দিওফের সঙ্গে দেশটির রাজধানী বামাকোতে গতকাল (মঙ্গলবার) যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বহিঃশক্তির এই সন্ত্রাসবাদকে এড়িয়ে স্বাধীনচেতা দেশগুলোর উচিত স্বতন্ত্রভাবে কাজ করা।

সংবাদ সম্মেলনে আমির আব্দুল্লাহিয়ান মার্কিন অবৈধ ও বর্বর নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, বহু বছর ধরেই ইরান মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে কিন্তু অভিজ্ঞতা থেকে এ কথা প্রমাণিত হয়েছে যে, মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

মালির সঙ্গে ইরানের বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আফ্রিকার দেশগুলোর অর্থনীতি, প্রতিরক্ষা এবং শিক্ষাখাতে তেহরান বিশেষ সহযোগিতা বিস্তার করতে আগ্রহী। এজন্য আমাদের সামনে সুস্পষ্ট রোড ম্যাপ রয়েছে।” তিনি বলেন, তার এই সফর একথাই তুলে ধরে যে, মালির সঙ্গে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

সংবাদ সম্মেলনে মালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপের পরিবর্তে নিষেধাজ্ঞের মতো নিষ্ঠুর অস্ত্র ব্যবহার করা অত্যন্ত ভুল পদক্ষেপ। বাইরের দেশগুলোর হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা দুই দেশের জন্যই অভিন্ন স্বার্থ।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: