• May 16 2024 - 12:54
  • 27
  • : 1 minute(s)

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

শীতকালে পরিযায়ী পাখির আবাসনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ইরান। প্রতি বছর প্রায় ২ কোটি পাখি দেশটির জলাভূমিতে শীত কাটাতে উড়ে যায়।

শীতকালে পরিযায়ী পাখির আবাসনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ইরান। প্রতি বছর প্রায় ২ কোটি পাখি দেশটির জলাভূমিতে শীত কাটাতে উড়ে যায়। ইরানের পরিবেশ অধিদপ্তরের (ডিইও) একজন কর্মকর্তা এই তথ্য জানান। অসংখ্য জলাভূমি, জলাধার এবং বিভিন্ন জলাশয়কে ঘিরে ইরান প্রতি বছর লাখ লাখ পরিযায়ী পাখিকে স্বাগত জানায়।

সাইবেরিয়া থেকে নীল নদে ধরে ফ্লাইট রুটে পরিযায়ী পাখিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা বিরতির স্থান হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। কারণ এসব পাখির ষোল শতাংশ দেশটিতে শীত কাটিয়ে থাকে। ডিইও কর্মকর্তা হাসান আকবরির উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে বার্তাসংস্থা ইসনা।

পরিযায়ী পাখির গুরুত্ব এবং তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ১১ মে পালিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

ইরানে ১৬০ এর অধিক প্রজাতির অ্যাকোয়া এবং ওয়াটারসাইড পাখি রয়েছে। উড়ে এসে এর সাথে যুক্ত হয় বিভিন্ন পরিযায়ী পাখি। সবমিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক পাখির কোলাহলে মুখরিত হয় দেশটির জলাশয়গুলো।

পরিযায়ী পাখির জনসংখ্যা প্রবণতা বিষয়ক গবেষণা থেকে দেখা যায়, দেশের অভ্যন্তরীণ আবাসস্থলে সীমিত জলসম্পদ থাকা সত্ত্বেও দেশে প্রবেশকারী পাখির প্রাচুর্য ও বৈচিত্র্য কমেনি। যদিও তাদের বেশিরভাগই কাস্পিয়ান এবং পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে উড়ে গেছে।

আকবরি বলেন, ইরান শীতকালে ৪৫০টি অঞ্চলজুড়ে বিশ্বের পাঁচ শতাংশেরও বেশি পরিযায়ী পাখি পালন করে।

"প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ মিলিয়ন পাখি সারা বিশ্বে গণনা করা হয় এবং সংশ্লিষ্ট পরিসংখ্যানগুলি আন্তর্জাতিক জলপাখি শুমারি (আইডাব্লিউসি) ডাটাবেজে রেকর্ড করা হয়," তিনি যোগ করেন।

সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: