পর্যটন সহযোগিতায় চুক্তি করল ইরান-ইরাক
পর্যটন সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরান ও ইরাক।
পর্যটন সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরান ও ইরাক।
ইরানের জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, সোমবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রণালয় এবং ইরাক প্রজাতন্ত্রের সংস্কৃতি, পর্যটন ও প্রাচীন ঐতিহ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতাটি সই হয়। ইরাকি মন্ত্রীকে স্বাগত জানিয়ে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি বলেন, ‘বৈজ্ঞানিক পটভূমির একজন শিক্ষাবিদ এই দায়িত্ব গ্রহণ করায় আমি সন্তুষ্ট। আমি নিশ্চিত যে ইরান ও ইরাকের মধ্যে সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক আগের চেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে।’ জারঘামি এই সমঝোতা স্মারককে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্কের সুবিধা হিসেবে বর্ণনা করেন। সূত্র: মেহর নিউজ।
.