• Jul 27 2023 - 11:19
  • 50
  • : Less than one minute

পবিত্র কুরআন অবমাননার জন্য বাক-স্বাধীনতা অজুহাত মাত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, বাক স্বাধীনতার অজুহাত তুলে ইউরোপের কয়েকটি দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কূরআনে আগুন দেয়া হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের  পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, বাক স্বাধীনতার অজুহাত তুলে ইউরোপের কয়েকটি দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কূরআনে আগুন দেয়া হয়েছে। সার্বিয়ার জাতীয় সংসদের স্পিকার ভ্লাদিমির ওরলিকের সঙ্গে গতকাল (সোমবার) এক বৈঠকে একথা বলেন তিনি।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, "সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা যেকোনো ঐশী গ্রন্থের অবমাননা তীব্র নিন্দা জানাই।"
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমরা বিশ্বাস করি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার ক্ষেত্রে অবশ্যই বাকস্বাধীনতার অজুহাত ব্যবহার করা উচিত নয়।”

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, ইরান ও সার্বিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার জন্য দু দেশের প্রতিনিধিদলের সফর বিনিময় অব্যাহত রাখবে। 

বৈঠকে সার্বিয়ার স্পিকার তার দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইরানের সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, তেহরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বেলগ্রেড প্রতিশ্রুতিবদ্ধ। গত রোববার সার্বিয়ার স্পিকার ইরান সফরে আসেন। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করেছেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: