• May 28 2024 - 16:05
  • 27
  • : 1 minute(s)

নয়া সংসদকে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা: মানবসেবার নিয়তে কিছু করলে আল্লাহ পুরস্কৃত করবেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদকে সব সময় জনগণের স্বস্তির পরিবেশ সৃষ্টিকারী ও আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদকে সব সময় জনগণের স্বস্তির পরিবেশ সৃষ্টিকারী ও আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী।তিনি বলেছেন, মানবসেবার নিয়তে কিছু করলে তা সৎ ও পুণ্যের কাজ হিসেবে মর্যাদা পায়। কৃতজ্ঞতার গুণে গুণান্বিত ও সর্বজ্ঞানী আল্লাহ ইহকাল ও আখিরাতে এজন্য পুরস্কৃত করবেন।

সোমবার যাত্রা শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বার্তা পাঠের মধ্যদিয়ে নয়া সংসদের কার্যক্রম শুরু হয়। ইরানের সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা আমানতদারি ও তাকওয়ার ভিত্তিতে জনগণের প্রতিনিধিত্ব করার শপথ নিয়েছেন।

দ্বাদশ সংসদের উদ্বোধন উপলক্ষে এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ বরাবরের মতো নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হওয়ায় আমি বিনীতভাবে প্রিয় প্রজ্ঞাবান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইরানি জাতির জন্য আল্লাহর মহান উপহার ইসলাম ভিত্তিক গণতন্ত্রের ধারাবাহিক গতিময়তা ও দৃঢ়তার জন্য তাঁর প্রশংসা করছি। তিনি আরও বলেন, প্রতিটি নতুন সংসদ দেশের উজ্জ্বল দিগন্তে নতুন আভা সৃষ্টি করতে পারে এবং জাতির আশা ও প্রেরণা বাড়াতে পারে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় নৈতিক গুণাবলী আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানেই ধার্মিকতা, ক্ষমা, ন্যায্যতা, সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থভাবে কাজ করার পরশ পাথর নিজের আসল মূল্য প্রকাশ করে। এই বিষয়ে আত্মসচেতনতাকে গুরুত্ব দিতে হবে।

ইসলামি বিপ্লবের নেতা বলেন, মানবসেবার নিয়তে কিছু করলে তা সৎ ও পুণ্যের কাজ হিসেবে মর্যাদা পায়। কৃতজ্ঞতার গুণে গুণান্বিত ও সর্বজ্ঞানী আল্লাহ ইহকাল ও আখিরাতে এজন্য পুরস্কৃত করবেন।

নতুন সংসদের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের হৃদয় জয় করতে পারা এবং তাদের অকৃত্রিম কৃতজ্ঞতা- ধন্যবাদ পাওয়া এই পৃথিবীতে একটি ঐশী পুরস্কার। মরহুম প্রেসিডেন্ট এবং তাঁর সম্মানিত সফরসঙ্গীদের শেষ বিদায় অনুষ্ঠানে লাখো-কোটি মানুষের অংশগ্রহণ ঐশী পুরস্কারের একটি দৃষ্টান্ত। তাঁদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক!  পার্সটুডে/

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: