নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রসারিত হচ্ছে ইরানের অর্থনীতি
নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি প্রসারিত হচ্ছে।
নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি প্রসারিত হচ্ছে।
বিশ্বব্যাংক ইরানের অর্থনীতি নিয়ে ‘‘ইরান ইকোনমিক মনিটর’’ শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদনে এই কথা বলেছে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ইরানের অর্থনীতি আগের ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২২ থেকে মার্চ ২০২৩) টানা তৃতীয় বছরের মতো মাঝারিভাবে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। ধীর গতিতে হলেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলেও আশা করা হচ্ছে।
“আসল মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২২/২৩ সালে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির তেল খাতও প্রসারিত হয়েছে। বিশ্ব তেল বাজারের সাহায্যে এটা সম্ভব হয়েছে”, বলা হয় প্রতিবেদনে। সূত্র: তেহরান টাইমস