নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কণ্ঠস্বর পৌঁছে যাবে গোটা বিশ্বে: আইআরআইবি প্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসটিভি'র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে।
ইরানের ইংরেজি ভাষার ২৪ ঘণ্টার টিভি চ্যানেল 'প্রেসটিভি'র বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়েনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে এই টিভি চ্যানেলের প্রধানের দায়িত্বও পালন করেছেন ড. জেবেলি।
জেবেলি আরও বলেছেন, পাশ্চাত্য সব সময় নিজেদেরকে বাক স্বাধীনতার পৃষ্ঠপোষক হিসেবে জাহির করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে তারা এর বিপরীতে চলছে। পাশ্চাত্যের দেশগুলো প্রেসটিভির অস্তিত্ব সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন আইআরআইবি'র প্রধান।
তিনি আরও বলেন, অভিজ্ঞতা ও প্রস্তুতির দিক থেকে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের চ্যানেলগুলো অগ্রগামী। কাজেই এসব চ্যানেল বর্তমান পরিস্থিতি উৎরে যেতে সক্ষম হবে।
২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিসহ তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইরানে বিদেশি উসকানিতে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতার সময় কথিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। #পার্সটুডে
.