নিপীড়িত এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় ইরান: খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ নিপীড়িত এবং মুসলিম বিশ্বের স্বাধীন ও অভিন্ন কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ নিপীড়িত এবং মুসলিম বিশ্বের স্বাধীন ও অভিন্ন কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন।
ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, ওআইসি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বর্তমানে পরিস্থিতিতে মুসলিম জাতিগুলোর চ্যালেঞ্জের প্রতি ইঙ্গিত করে খাতিব জাদেহ বলেন, মুসলিম বিশ্ব বিশেষ করে ইয়েমেন থেকে সিরিয়া এবং অধিকৃত ফিলিস্তিন এখন মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। চলমান সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে টেকসই পথ বের করে আনার জন্য তিনি ওআইসির প্রতি জোরালো আহ্বান জানান।
তিনি ওআইসিভুক্ত কিছু দেশের তীব্র সমালোচনা করে ফিলিস্তিন সংকটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিন সংকটকে ইস্যু করেই ওআইসি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন মুখপাত্র খাতিবজাদে।
তিনি বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে সংহতি বাড়ানোর ক্ষেত্রে ওআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সৌদি আরব এবং ইরানের মধ্যে চলমান বিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটলে দুই দেশসহ আঞ্চলিক রাষ্ট্রগুলো উপকৃত হবে। সূত্র: পার্সটুডে
.