নিকারাগুয়ায় করোনা টিকা রপ্তানি ইরানের
নিকারাগুয়ায় করোনা ভাইরাসের টিকা রপ্তানি শুরু করেছে ইরান।
নিকারাগুয়ায় করোনা ভাইরাসের টিকা রপ্তানি শুরু করেছে ইরান। মঙ্গলবার ইরান থেকে দেশটি ২ লাখ টিকা পেয়েছে। টিকা পাওয়ার পর নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, “আল্লাহর শুকরিয়া। ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আজ বিকেলে কোভিরান ভ্যাকসিন এসেছে। আমরা ২ লাখ মানুষের টিকা কার্যক্রম অব্যাহত রাখতে পারায় এবং নিজেদের রক্ষা করার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”
এক সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের তৈরি কোভিরান ভ্যাকসিনের কার্যকারিতা বিদেশি প্রতিদ্বন্দ্বী টিকা যেমন সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিকের চেয়েও বেশি।
সূত্র: তেহরান টাইমস।
.