• Mar 13 2023 - 06:27
  • 75
  • : 1 minute(s)

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইরানি প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদন শুরু

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘ইয়াসিন’ প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদনের কাজ উদ্বোধন করেছেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘ইয়াসিন’ প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদনের কাজ উদ্বোধন করেছেন। শনিবার রাজধানী তেহরানে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে আশতিয়ানি বলেন, যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ প্রদান হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং এ কাজের জন্য বিভিন্ন শ্রেণির প্রশিক্ষণ বিমান প্রয়োজন।

তিনি বলেন, ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিস অর্গানাইজেশন বা আইএআইও’র বিশেষজ্ঞরা বহু বছর আগে ‘ইয়াসিন’ প্রশিক্ষণ বিমান নির্মাণের কাজে হাত দেন। তাদের নির্মিত এই বিমানের প্রথম মডেলটি ২০১৯ সালের ১৭ অক্টোবর উন্মোচন করা হলেও এবার এটির পূর্ণাঙ্গ মডেল তৈরি করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রশিক্ষণ বিমানটির বেশিরভাগ উপকরণ ও যন্ত্রাংশ ইরানেই তৈরি করা হয়েছে এবং এ বিমান গণ উৎপাদনে গেলে ইরানি যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ সময় কমে যাবে এবং প্রশিক্ষণের মান বাড়বে।

উদ্বোধনি অনুষ্ঠানে ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেন, এক সময় আমাদের পাইলটদের প্রশিক্ষণ গ্রহণের জন্য বিদেশে পাঠাতে হতো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আমাদের এই সেক্টর সবার আগে ক্ষতিগ্রস্ত হয়। এদেশের পাইলটরা প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন।

তিনি বলেন, এবার এই প্রশিক্ষণ বিমান নির্মিত হওয়ার ফলে পাইলটদের প্রশিক্ষণের সে ঘাটতি লাঘব হবে। ৫.৫ টন ওজনের এই প্রশিক্ষণ বিমান ১,২০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।এছাড়া, এটি কমপক্ষে ২০০ কিলোমিটার বেগে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: