• Jun 28 2023 - 07:13
  • 85
  • : Less than one minute

দুর্নীতি সংক্রামক, মোকাবেলা না করলে বাড়তেই থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আর্থিক দুর্নীতি সংক্রামক।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আর্থিক দুর্নীতি সংক্রামক। যখন একটি অংশে দুর্নীতি হয়, তখন এই রোগ ছড়িয়ে পড়ে এবং দিন দিন বৃদ্ধি পায়। দুর্নীতিবাজদের মোকাবিলা না করলে দুর্নীতি বাড়ে।

বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে ইরানের বিচার বিভাগের কর্মকর্তারা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, জনসাধারণের অধিকারগুলোর একটি হলো সমাজের মনস্তাত্ত্বিক নিরাপত্তা। এটা জনগণের অধিকারের পরিপন্থী যে কিছু লোক ভার্চুয়াল জগত (ইন্টারনেট) ব্যবহার করে মানুষের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করবে এবং মানুষকে ভয় দেখাবে। বিচার বিভাগের পক্ষ থেকে এটাকে মোকাবেলা করতে হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, যারা বিচার বিভাগে সেবা পেতে আসেন তাদের সঙ্গে ঐ বিভাগের কর্মচারীদের আচরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি বিচার বিভাগের শরণাপন্ন হয় তার সঙ্গে যদি ভালো ব্যবহার করা না হয়, তাহলে সে ভগ্নহৃদয় নিয়ে বেরিয়ে আসবে, এমনকি যদি তার কাজটি করেও দেওয়া হয়। এ ধরনের আচরণের খারাপ প্রভাব রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: