• Dec 14 2023 - 09:14
  • 35
  • : Less than one minute

দুবাই ইনভেনশন এক্সপোতে ইরানি উদ্ভাবকদের স্বর্ণপদক জয়

দুবাই ইন্টারন্যাশনাল ইনভেনশন শোতে স্বর্ণপদক জিতেছে ইরানের গবেষক দল।

দুবাই ইন্টারন্যাশনাল ইনভেনশন শোতে স্বর্ণপদক জিতেছে ইরানের গবেষক দল। ৭ থেকে ৯ ডিসেম্বর দুবাইয়ে আন্তর্জাতিক এই শো অনুষ্ঠিত হয়। এতে স্মার্ট স্পোর্ট ট্যুরিজম উইথ মার্কেটিং ইউএভিএস-এ দলটি শীর্ষ পদক জয় করে।
 
ওয়ার্ল্ড ইনভেনশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিএ) এর সহায়তায় ইভেন্টটি জ্বালানি, ওষুধ, তথ্য প্রযুক্তি, মহাকাশ, রসায়ন, পদার্থবিদ্যা, বিপণন ও বিজ্ঞাপন এবং শিল্পের আটটি ক্ষেত্র নিয়ে অনুষ্ঠিত হয়। আইআরআইবি এই খবর জানিয়েছে।
 
ইরান, জার্মানি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন এবং পোল্যান্ড সহ ২১টি দেশ থেকে ১৫০টির অধিক নকশা, উদ্ভাবন এবং ধারণা এতে উপস্থাপন করা হয়।
 
ইরানি দলে ছিলেন তেহরান ও শিরাজ বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও পর্যটন ব্যবস্থাপনার শিক্ষার্থীরা।
 
ইরানি দলের সদস্য ছিলেন রেজা হায়দারি, আমিরহোসেন পায়ন্দে, সামান কিভানিয়া, মোস্তফা রাফতারি, আমির আরঘভান এবং আমির হোসেইন লোতফি। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: