• Nov 10 2022 - 12:03
  • 93
  • : Less than one minute

দুই লাখ আফগান শরণার্থী ইরানের স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে

ইরানের স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে দুই লাখ আফগান শিশু। আফগান শরণার্থী শিশুদের এমন একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে দুই লাখ আফগান শিশু। আফগান শরণার্থী শিশুদের এমন একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আলী হামেদি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অন্য ইরানি শিক্ষার্থীদের সমান এসব শিক্ষার্থীদের শিক্ষাগত পরিবেশ এবং সুযোগ-সুবিধা প্রদান করার ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে।
তবে এসব শিশু এবং তাদের পরিবার স্কুলে ভর্তি হবে কিনা এবং শিক্ষা চালিয়ে যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে।
ইরান বিদেশী ছাত্রদের শিক্ষার জন্য প্রতি বছর প্রায় ৭৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে৷তিনি বলেন, আফগান শিক্ষার্থীরা অভিজাত শিক্ষাকেন্দ্রের পরীক্ষা দিতে পারবে এবং অন্য ইরানি শিক্ষার্থীদের সাথে সমভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং ব্যতিক্রমী প্রতিভা স্কুলে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে।২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বর্তমান শিক্ষাবর্ষে প্রায় ৩ লাখ নতুন বিদেশী শিক্ষার্থী ইরানের স্কুলে ভর্তি হয়েছে।আপাতত, ৫ লাখ ৬০ হাজার বিদেশী শিক্ষার্থী সারা দেশে স্কুলে অধ্যয়ন করছে বলে জানান শিক্ষামন্ত্রী ইউসেফ নুরি। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: