• Jun 27 2023 - 12:21
  • 62
  • : Less than one minute

তেহরানে ‘২০২৩ ইরান এলকম্প’ প্রদর্শনী শুরু

ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং ইলেকট্রনিক কমার্স (এলকম্প) এর ২৬তম আন্তর্জাতিক প্রদর্শনী রোববার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলার মাঠে শুরু হয়েছে।

ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং ইলেকট্রনিক কমার্স (এলকম্প) এর ২৬তম আন্তর্জাতিক প্রদর্শনী রোববার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলার মাঠে শুরু হয়েছে। ‘ইরান এলকম্প ২০২৩’ নামে ২৬তম এলকম্প প্রদর্শনীটি চার বছরের বিরতির পর ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ইসা জারেপুরের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

মেলায় ৪৫০ টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫০টি কোম্পানি উজবেকিস্তান, ফ্রান্স, পাকিস্তান, বসনিয়া, সিরিয়া, চীন, রাশিয়া, তুরস্ক, আর্মেনিয়া এবং ইরাকের। বিদেশি এই কোম্পানিগুলো মেলায় তাদের সর্বশেষ প্রোগ্রাম, পণ্য ও পরিষেবা তুলে ধরছে।

প্রদর্শনীটি ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত তেহরানের আন্তর্জাতিক স্থায়ী মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: