তেহরানের ফিলিস্তিন স্কয়ারে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের 'ফিলিস্তিন' স্কয়ারে আজ (মঙ্গলবার) দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের 'ফিলিস্তিন' স্কয়ারে আজ (মঙ্গলবার) দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিক্ষোভকারীরা সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানের সিনিয়র সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি'র শাহাদাতের তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা বলেন, নিশ্চিতভাবে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে এবং ইসরাইল ধ্বংস হয়ে যাবে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সিরিয়ায় ইরানি সেনা কর্মকর্তা হত্যার দাঁতভাঙা জবাব দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তেহরানের 'ফিলিস্তিন স্কয়ার' ছাড়াও আরও কিছু স্থানে বিক্ষোভ করেছে ইরানি জনগণ।
সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি শহীদ হয়েছেন। তিনি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান।
পার্সটুডে