ঢাকা চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার জিতল দুই ইরানি ছবি
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ইরানি নাটক ‘মাদারলেস’।
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ইরানি নাটক ‘মাদারলেস’। অন্যদিকে ‘লাইফ অ্যান্ড লাইফ’ ছবির জন্য ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী কাভিতান সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। রবিবার আয়োজকরা এই পুরস্কার ঘোষণা করেন।
সৈয়দ মোর্তেজা ফাতেমি রচিত ও পরিচালিত ‘মাদারলেস’ শিক্ষিত ও মধ্যবয়সী দম্পতি আমির-আলি এবং মারজানকে নিয়ে তৈরি করা হয়েছে। তারা শান্তভাবে জীবনযাপন করে। মারজান একটি গর্ভ ভাড়া নেওয়ার জন্য জোর দিলে একজন সারোগেট মা তাদের জীবনে প্রবেশ করে। এরপর থেকেই অনিচ্ছাকৃতভাবে তারা বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং নৈতিক দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়।
এছাড়াও কাভিতানের লেখা ‘লাইফ অ্যান্ড লাইফ’ এ একজন শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে। তিনি করোনা ভাইরাস মহামারি চলাকালীন অনলাইন ক্লাসে যোগদান করেননি এমন ছাত্রদের বিষয়ে উদ্বিগ্ন। তিনি তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। তিনি তার চার বছরের মেয়েকে গাড়িতে তুলে ছাত্রদের বাড়ির দিকে রওনা দেন। তার লক্ষ্য, ছাত্রদের দিকে নজর দেওয়া, কিন্তু তার আরেকটি উদ্দেশ্য আছে। তিনি তার মেয়েকে তার নিজের জীবন সম্পর্কে বলেন, এবং মেয়েটি অন্য লোকেদের সাথে দেখা করার সাথে সাথে বিশ্বকে বুঝতে শুরু করে।
সুত্র: তেহরান টাইমস।
.