ঢাকায় ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ১০ ফেব্রুয়ারি
ইরানের ইসলামি বিপ্লবের ৪৫ তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইরানের ইসলামি বিপ্লবের ৪৫ তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।‘ইরানের ইসলামী বিপ্লব ও এর নয়া বাতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভূশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. কে এম সাইফুল ইসলাম খান ও ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মোহাম্মদী।