• Apr 10 2022 - 13:15
  • 78
  • : Less than one minute

জৈবওষুধে এশিয়ার শীর্ষ তিন দেশের মধ্যে ইরান

জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর প্রচেষ্টায় ২৮টি আইটেমের জৈবওষুধ উৎপাদনে সক্ষম হয়েছে ইরান।

জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর প্রচেষ্টায় ২৮টি আইটেমের জৈবওষুধ উৎপাদনে সক্ষম হয়েছে ইরান। জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর আশীর্বাদে বায়োফার্মাসিউটিক্যালস উৎপাদনে বর্তমানে এশিয়ার তৃতীয় শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে দেশটি। বুধবার আইআরআইবি এই খবর জানিয়েছে।বায়োফার্মাসিউটিক্যালকে বায়োলজিক মেডিক্যাল পণ্যও বলা হয়ে থাকে।বায়োফার্মাসিউটিক্যাল হচ্ছে যেকোন ফার্মাসিউটিক্যাল ওষুধ পণ্য যা জৈবিক উৎস থেকে উৎপাদিত, বের করা বা আধা সংশ্লেষিত। সম্পূর্ণ সংশ্লেষিত ফার্মাসিউটিক্যালস থেকে আলাদা, এর মধ্যে রয়েছে ভ্যাকসিন, পুরো রক্ত, রক্তের উপাদান, অ্যালার্জেনিক, সোম্যাটিক কোষ, জিন থেরাপি, টিস্যু, রিকম্বিন্যান্ট থেরাপিউটিক প্রোটিন, এবং কোষ থেরাপিতে ব্যবহৃত জীবন্ত ওষুধ। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: