• Dec 27 2023 - 16:59
  • 41
  • : 1 minute(s)

জেনারেল মূসাভি ছিলেন ফিলিস্তিনের বিশ্বস্ত বন্ধু: ইসলামি জিহাদ আন্দোলন

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইরানের একজন পদস্থ সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইরানের একজন পদস্থ সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মূসাভির শাহাদাতের খবর প্রচারিত হওয়ার পরপরই এক বিবৃতি প্রকাশ করে জিহাদ আন্দোলন এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, “অপরাধী ইসরাইল সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অন্যতম প্রভাবশালী কর্মকর্তাকে হত্যা করে মারাত্মক অপরাধ করেছে। আমরা এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

ইসলামি জিহাদের বিবৃতিতে বলা হয়, “এই শহীদ জেনারেল মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষ গড়ে তোলার পেছনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিরোধ এবং মুক্তির আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক। আমরা তাকে ফিলিস্তিন ও জেরুজালেম আল-কুদসের বিশ্বস্ত বন্ধু মনে করি।”

বিবৃতিতে আরো বলা হয়, ইরানি জেনারেলকে হত্যা করার এই অপরাধী হামলা আবারও প্রমাণ করেছে, দখলদার ইসরাইলের অবৈধ উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের জন্য ক্ষতিকর। আর এই অবৈধ রাষ্ট্র টিকে আছে, হত্যাকাণ্ড, অপরাধযজ্ঞ ও রক্তপাতের মাধ্যমে।

ইসলামি জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ধ্বংস করার বেপরোয়া তৎপরতার একমাত্র ফলাফল হবে প্রতিরোধ শক্তির কাছে ইসরাইলের পরাজয়। আমরা জেনারেল মূসাভির শাহাদাতের ঘটনায় তার পরিবার, তার সমর্থকগোষ্ঠী এবং ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা তিনি যেন এই শহীদকে তাঁর মহা ক্ষমার অন্তর্ভুক্ত করে নেন।”#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: