• Nov 30 2025 - 10:32
  • 5
  • : 1 minute(s)

জাপানের টিআইএফএ পুরস্কার জিতলেন ইরানের এক আলোকচিত্রশিল্পী

জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস (টিআইএফএ) প্রতিযোগিতায় এক ইরানি আলোকচিত্রশিল্পী সাতটি সম্মাননা অর্জন করেছেন।

জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস (টিআইএফএ) প্রতিযোগিতায় এক ইরানি আলোকচিত্রশিল্পী সাতটি সম্মাননা অর্জন করেছেন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান শহরের ইসলামী সংস্কৃতি ও নির্দেশনা দপ্তরের প্রধান রেজা আব্বাসি শনিবার জানিয়েছেন, শহরের প্রতিভাবান ও সৃজনশীল আলোকচিত্রশিল্পী শিরকু মাম আগা'র আলোকচিত্র প্রতিযোগিতাটির জুরি বোর্ডের সিদ্ধান্তে প্রশংসিত কাজ হিসেবে নির্বাচিত হয়েছে। প্রশংসাপত্রপ্রাপ্ত আলোকচিত্রগুলো প্রতিকৃতি, কনে-বর, মানুষ ও সংস্কৃতি, শিশু এবং রাতের আলোকচিত্র- এই বিভাগগুলোতে তোলা। তাঁর প্রতিটি কাজই মানবিক ও সামাজিক বিষয়বস্তুর প্রতি তাঁর স্বতন্ত্র ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়।

আব্বাসি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ইরানি আলোকচিত্রশিল্পীদের অংশগ্রহণ ও সাফল্য সফল বেড়েছে। বুকান শহরের এক শিল্পীর হাতে টিআইএফএ'র সাতটি সম্মাননা—বিশ্ব মঞ্চে ইরানি শিল্পীদের মর্যাদাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

বুকানের ইসলামী সংস্কৃতি ও নির্দেশনা দপ্তরের প্রধান আরও উল্লেখ করেন- টোকিও ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী আলোকচিত্রের একটি প্রভাবশালী প্রতিযোগিতা। প্রতি বছর বিভিন্ন দেশের হাজার হাজার আলোকচিত্রী এতে অংশ নেন। উৎসবটির লক্ষ্য নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা, ভিজ্যুয়াল সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোকচিত্র–শিল্পের অবস্থানকে শক্তিশালী করা।

উল্লেখ্য, শিরকু মাম আগা বুকান শহরের একজন সক্রিয় ও পরিচিত আলোকচিত্রশিল্পী। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রদর্শনীতে তাঁর কাজ দর্শক ও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং টিআইএফএ প্রতিযোগিতায় সফল অংশগ্রহণ এই ইরানি আলোকচিত্রশিল্পীর শৈল্পিক কর্মকাণ্ডকে আরও সমুন্নত করার পথে একটি নতুন পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: