জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিনষ্টের ষড়যন্ত্র রুখে দেব: আয়াতুল্লাহ খাতামি
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শত্রুরা জাতীয় ঐক্য বিনষ্টের পাশাপাশি দেশের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শত্রুরা জাতীয় ঐক্য বিনষ্টের পাশাপাশি দেশের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, ইরানি জাতি অতীতের মতো এখনও শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং সব ষড়যন্ত্র নস্যাত করা হবে।
ইমামা হুসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন উপলক্ষে কারবালা অভিমুখে কোটি কোটি মানুষের পদযাত্রার প্রশংসা করে তিনি বলেন, এই পদযাত্রায় ঐক্য ফুটে উঠেছে এবং ইরাকি ও ইরানি জাতির ভ্রাতৃত্বের বন্ধন আরও স্পষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, এবারের শোকানুষ্ঠানে দুই কোটি ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে ৪০ লাখ ছিলেন ইরানি।#
পার্সটুডে
.