• Mar 11 2024 - 10:02
  • 38
  • : Less than one minute

জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরাইলের বহিষ্কার দাবি করল ইরান

জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত পাঁচ মাসে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করার পর ইরান এই দাবি জানালো।

ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিববাদী এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের অর্থ ও সামাজিক পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থার প্রধানকে আলাদা তিনটি চিঠি দিয়েছেন।

তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার ভেতরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে সেখানকার নারী ও শিশুদের ওপরে দখলদার সেনাদের বর্বরতা। সেখানকার নারী ও তরুণীদের পরিস্থিতি ভয়াবহ।

কাজেম গরিবাবাদি বলেন, দখলদার ইসরাইল এই ধরনের কালো ইতিহাসের অধিকারী হওয়ার পরও জাতিসংঘ নারী বিষয়ক কমিশনের সদস্য রয়েছে যা এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে বিরাট বাধা।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: