• Sep 29 2022 - 12:31
  • 106
  • : Less than one minute

ছয় মাসে ইরানের বৈদেশিক বাণিজ্য ৫০ বিলিয়ন ছাড়াল

চলতি ফারসি বছর ১৪০১ সালের প্রথমার্ধে ইরানের বৈদেশিক বাণিজ্যে ৫০ দশমিক ২৮২ বিলিয়ন ডলার ছাড়াল।

চলতি ফারসি বছর ১৪০১ সালের প্রথমার্ধে ইরানের বৈদেশিক বাণিজ্যে ৫০ দশমিক ২৮২ বিলিয়ন ডলার ছাড়াল। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।আইআরআইসিএ-এর জনসংযোগ বিভাগের মতে, ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৬৮ দশমিক ১০৩ মিলিয়ন টন হয়েছে৷এই সময়ে, ২৪ দশমিক ২৫১ বিলিয়ন ডলার মূল্যের ৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টন তেল বহির্ভূত পণ্য দেশ থেকে রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ১২ দশমিক ৫ শতাংশ কম। তবে মূল্যের দিক দিয়ে ১৩ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: