• Jul 31 2023 - 11:15
  • 52
  • : Less than one minute

চীনে ইরানের তেল রপ্তানি ৩ গুণ বেড়েছে

চীনে ইরানের তেল রপ্তানি তিন বছরে বেড়ে তিন গুণ হয়েছে।

চীনে ইরানের তেল রপ্তানি তিন বছরে বেড়ে তিন গুণ হয়েছে। আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, তিন বছর আগে ইরান চীনে প্রতিদিন তিন লাখ ২৪ হাজার ব্যারেল তেল রপ্তানি করত। এখন তা বেড়ে প্রায় ১০ লাখ ব্যারেল হয়েছে।

কেপলারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায়। দৈনিক তেল রপ্তানি সাত লাখ ৪৬ হাজার ব্যারেল থেকে কমে তিন লাখ ২৪ হাজার ব্যারেলে পৌঁছায়। এরপর ২০২১ সাল থেকে তেল রপ্তানি বাড়তে শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে।

সংস্থাটির মতে, দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি সই এবং সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরো জোরদার হয়েছে।

এছাড়া ইরান গত কয়েক বছরে তেল উত্তোলন ব্যাপক বাড়াতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: