চিকিৎসা বিজ্ঞানের সাময়িকী প্রকাশে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে ইরান
ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার (আইএসসি) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ডাটাবেজে চিকিৎসা বিজ্ঞান প্রকাশনা সূচকে বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে রয়েছে ইরান৷
ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার (আইএসসি) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ডাটাবেজে চিকিৎসা বিজ্ঞান প্রকাশনা সূচকে বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে রয়েছে ইরান৷
শনিবার আইএসসি প্রধান আহমেদ ফাজেল-জাদে বলেছেন, "স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রের গুরুত্ব এবং এই ক্ষেত্রে ইরানের অগ্রগতির পরিপ্রেক্ষিতে আইএসসি এই সেক্টরে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ফলাফলের পাশাপাশি ইরানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলির সর্বাধিক উদ্ধৃত গবেষক এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ের উপর একটি প্রতিবেদন তৈরি করে। ”
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্কোপাস এবং ওয়েব উভয় ক্ষেত্রেই চিকিৎসা বিজ্ঞানের প্রকাশনা সূচকে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনা নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরান স্কোপাসে ১৬তম এবং বিজ্ঞানের ওয়েবে ১৭তম স্থানে রয়েছে।
ফাজেল-জাদে উল্লেখ করেন, ওয়েব অব সায়েন্স ডাটাবেজের বিভিন্ন ক্ষেত্রে ইরানের চিকিৎসা ও স্বাস্থ্য গবেষকদের নামে এক লাখ ৫৮ হাজার ৬৭৮টি নথি রয়েছে! প্রকৌশল, প্রযুক্তি এবং প্রাকৃতিক বিজ্ঞানের পরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈজ্ঞানিক আউটপুট এটি। সূত্র: মেহর নিউজ