চারটি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে ইরান
দেশব্যাপী অনুসন্ধান অভিযানের মাধ্যমে চারটি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান।
দেশব্যাপী অনুসন্ধান অভিযানের মাধ্যমে চারটি নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী জাভেদ ওজি এই ঘোষণা দিয়েছেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনের ফাঁকে ওজি এই ঘোষণা দেন। তিনি জানান, নতুন আবিষ্কৃত তেল ও গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে খোরাসান রাজাভি প্রদেশের চেশম-ই-শূর গ্যাসক্ষেত্র, গোলেস্তান প্রদেশের ইলকান বা ইরকান তেলক্ষেত্র এবং টাঙ্গু ও বুশেহর প্রদেশের গোনাভে তেলক্ষেত্র।
তিনি আরও বলেন, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো এই অঞ্চলের অন্য দেশগুলির তুলনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান অনুসন্ধানের দিক দিয়ে এক নম্বরে রয়েছে। সূত্র: মেহর নিউজ
.