গ্রিনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি পুরস্কার জিতলো ইরানি ফটোগ্রাফার
ইরানি ফটোগ্রাফার মোহাম্মাদরেজা মাসুমির “হোয়াইট অ্যান্ড কালার” ১৩তম গ্রিনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে।
ইরানি ফটোগ্রাফার মোহাম্মাদরেজা মাসুমির “হোয়াইট অ্যান্ড কালার” ১৩তম গ্রিনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে। আয়োজকরা গত সপ্তাহে এই পুরস্কার ঘোষণা করেন।
প্রতি বছর ভারতের কোচে অবস্থিত গ্রিনস্টর্ম ফাউন্ডেশনের সহযোগিতায় জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সঙ্গে এই পুরস্কারের আয়োজন করা হয়। ২০২১ বিশ্ব পরিবেশ দিবসে ইউএনইপি নির্ধারিত বিষয়বস্তু ‘ইকোসিস্টেম পুনরুদ্ধার’ এর উপর ভিত্তি করে এই বছর প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘সবুজ বংশ পুনরুদ্ধার করুন’। ইরানি আলোকচিত্র “হোয়াইট অ্যান্ড কালার” সর্বজনীন ভোটের মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। ভোটে সারা বিশ্ব থেকে হাজার হাজার ফটোগ্রাফি উৎসাহী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সূত্র: তেহরান টাইমস।
.