গাজা যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত উপস্থিতি লক্ষণীয়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে এই অঞ্চলে মার্কিন আধিপত্য প্রত্যাখ্যানের সূচনা হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে এই অঞ্চলে মার্কিন আধিপত্য প্রত্যাখ্যানের সূচনা হয়েছে।
আজ তেহরানে জুমার নামাজের প্রধান জামায়াতে তিনি এ কথা বলেন।
খতিব আরও বলেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে প্রতিরোধ নেটওয়ার্কের সমন্বিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরা, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের হাশ্দ আশ শাবি, সিরিয়ার প্রতিরোধ সংগ্রামীরা এবং ইরান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এই ঘটনায় সবাই বিস্মিত হয়ে গেছে।
ইরানের এই আলেম বলেন- গাজা যুদ্ধে স্পষ্ট হয়েছে আমেরিকা ও ইসরাইল হচ্ছে সন্ত্রাসী, তারা লাজ-লজ্জার তোয়াক্কা করে না। কয়েকটি মুসলিম দেশের নেতাদের কাপুরুষতাও সবাই দেখেছে। এসব দেশের নেতারা রক্তপিপাসু ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও রাজি হয়নি। কোনো কোনো আন্তর্জাতিক সংস্থার অকার্যকারিতাও ফুটে উঠেছে।
হাজ আলী আকবারি বলেন, দখলদার ইসরাইল ভেতর থেকে যে খুবই দুর্বল তা এই যুদ্ধে সবাই বুঝতে পেরেছে।#
পার্সটুডে
.