• Dec 18 2023 - 10:07
  • 35
  • : Less than one minute

গাজার শহীদদের স্মরণে তেহরানবাসীর ৫ হাজার চারা রোপণ

গাজায় নিহত নিরীহ শিশু ও নারীদের স্মরণে তেহরানের সাদাত-আবাদ ফরেস্ট পার্কে প্রায় পাঁচ হাজার চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

গাজায় নিহত নিরীহ শিশু ও নারীদের স্মরণে তেহরানের সাদাত-আবাদ ফরেস্ট পার্কে প্রায় পাঁচ হাজার চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। মানবাধিকার দিবস উপলক্ষে গত রবিবার আয়োজিত একটি অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।
 
ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজআলি এবং তেহরানের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর আইআরএনএ এর।
 
এছাড়া ইরানি ও ফিলিস্তিনি নারী ও শিশু শহীদদের নামে পরিচয়পত্রসহ ৩১৩টি জলপাইয়ের চারা রোপণ করা হয়েছে।
 
পরিকল্পনাটি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর নীতির সাথে সঙ্গতিপূর্ণ। ইসলামি বিপ্লবের নেতার নির্দেশনা হচ্ছে, প্রতিটি ইরানিকে তিনটি চারা রোপণ করতে হবে এবং মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশে এক বিলিয়ন চারা রোপণ করতে হবে। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: