• Nov 14 2023 - 14:53
  • 39
  • : Less than one minute

গাজায় রক্ত সঞ্চালন কেন্দ্র চালু করছে ইরান

গাজায় ইসরায়েলি বর্বরতায় আহত ফিলিস্তিনিদের জন্য রক্ত সঞ্চালনের ব্যবস্থা করতে প্রস্তুত ইরানি ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন।

গাজায় ইসরায়েলি বর্বরতায় আহত ফিলিস্তিনিদের জন্য রক্ত সঞ্চালনের ব্যবস্থা করতে প্রস্তুত ইরানি ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন।ইরানের রক্ত সঞ্চালন সংস্থাটির মুখপাত্র বশির হাজি-বেইগি বলেছেন,
‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ফিলিস্তিনে ল্যাবরেটরি এবং স্টোরেজ ইউনিট দিয়ে সজ্জিত একটি রক্ত সঞ্চালন কেন্দ্র স্থাপনে প্রস্তুত রয়েছি।’

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির চালু করা একটি প্রচারণার মাধ্যমে গাজার মানুষের জন্য ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মানবিক সহায়তায় প্রায় ৭৩০ বিলিয়ন রিয়াল (প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করা হয়।
গাজার নিপীড়িত জনগণকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই প্রচারাভিযান এখনও চলছে।

সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: