• Oct 24 2023 - 08:55
  • 44
  • : Less than one minute

গাজায় প্রথম মানবিক সাহায্য পাঠাল ইরান

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) শুক্রবার গাজায় মানবিক সহায়তার প্রথম চালান পাঠিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) শুক্রবার গাজায় মানবিক সহায়তার প্রথম চালান পাঠিয়েছে।ইহুদিবাদী ইসরায়েলের গাজায় বৃহৎ পরিসরে নৃশংস বোমা হামলার পর আইআরসিএস সেখানে মানবিক সাহায্য পাঠাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।

তেহরান টাইমসের খবরে বলা হয়, আইআরসিএস এর পক্ষ থেকে গাজায় মানবিক সাহায্য পাঠাতে অনেক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ফেডারেশনের প্রধান, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে বহু আলোচনা এখনও চলমান রয়েছে।

আইআরসিএস-এর প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেন, “এই সাহায্য পাঠানোর জন্য মিশরীয় রেড ক্রিসেন্টের প্রধানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাহায্যের প্রথম চালানে প্রায় ৬০ টন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং মৌলিক খাদ্যসামগ্রী রয়েছে।”  খবর আইআরআইবির

বর্তমানে মিশরের রাফাহ সীমান্তে বহু ত্রাণবাহী ট্রাক ক্রসিং খোলার সাথে সাথে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে বলে জানান কোলিভান্দ। তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: