ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের ক্ষমতা ক্ষয়ে আসছে এবং দিন দিন ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে।
ওমানের রাজধানী মাস্কাটে আজ (সোমবার) দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ বিন খামিস আল-রায়িসির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়াকে বিশ্বের সবচেয়ে বেশি স্পর্শকাতর অঞ্চল হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য ক্ষমতা বিস্তারের চেষ্টা করেছে। কিন্তু এখন পশ্চিম থেকে পূর্বে ক্ষমতার ভারসাম্য ঘুরে আসার সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভবিষ্যৎ নিহিত।
ইরান এবং ওমানের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করে ইরানি সেনাপ্রধান বলেন, দুই দেশের অভিন্ন সামুদ্রিক সীমান্তের নিরাপত্তার জন্য আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। এছাড়া, যৌথ গোয়েন্দা কার্যক্রম এবং মাদক চোরাচালান প্রতিরোধে টহল মিশন চালুর ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা তুলে ধরেন।#
পার্সটুডে
.