• Nov 12 2024 - 09:36
  • 3
  • : Less than one minute

ক্যান্সার রোগীদের আয়ু বাড়াবে ইরানের তৈরি যে ওষুধ!

ক্যান্সারের ওষুধ ‘টেডারক্স’ এর সর্বশেষ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানি গবেষকরা।

ক্যান্সারের ওষুধ ‘টেডারক্স’ এর সর্বশেষ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানি গবেষকরা। ওষুধের সর্বশেষ এই সংস্করণটি ক্যান্সার রোগীদের দীর্ঘজীবী হতে সাহায্য করে।ইরানের একটি ফার্মাসিউটিক্যাল জ্ঞান-ভিত্তিক কোম্পানি ওষুধটি উৎপাদন করেছে। ৩ থেকে ৬ নভেম্বর তেহরানে অনুষ্ঠিত ‘ইরান ন্যানো ২০২৪’ প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাতকারে ফার্মাসিস্ট এবং জ্ঞানভিত্তিক কোম্পানিটির ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আলি আঘাজানি বলেছেন, টেডারক্সের নতুন-উৎপাদিত সংস্করণ ক্যান্সার রোগীদের জীবনকাল বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে ক্যান্সারের ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াও কমিয়ে দিতে পারে।

তিনি বলেন, ওষুধটির উৎপাদন শেষ হতে চার বছর সময় লেগেছে। সূত্র: ইরনা

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: