• Aug 15 2024 - 17:46
  • 17
  • : Less than one minute

কোয়ান্টাম প্রযুক্তিতে ইসলামিক দেশগুলোর মধ্যে শীর্ষে ইরান

ওয়েব অব সায়েন্স (ডাব্লিউওএস) প্রকাশিত তথ্যমতে, ইরান কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনায় বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে।

ওয়েব অব সায়েন্স (ডাব্লিউওএস) প্রকাশিত তথ্যমতে, ইরান কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনায় বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে। দেশটির র‍্যাঙ্কিং ২০১৪ সালে ছিল ২৩তম। সেখানে ২০২৩ সালে ১৬তম স্থানে উন্নীত হয়েছে ইরান। অন্যদিকে, কোয়ান্টাম প্রযুক্তি ক্ষেত্রে ইসলামিক দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে দেশটি। গত এক দশকের মধ্যে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কোয়ান্টাম প্রযুক্তিতে ইরানের সেরা অবস্থান হলো ১৫তম। খবর বার্তা সংস্থা ইরনার

কোয়ান্টাম প্রযুক্তিতে তিনটি প্রধান বিভাগ রয়েছে, যথা কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম যোগাযোগ এবং কোয়ান্টাম সেন্সিং ও পরিমাপ। কোয়ান্টাম কম্পিউটিং এর মধ্যে রয়েছে ফোটোনিক নেটওয়ার্ক, সুপারকন্ডাক্টিং সার্কিট, স্পিন কিউবিট, নিরপেক্ষ (ঠান্ডা) পরমাণু এবং আটকে পড়া আয়ন। কোয়ান্টাম রিমোট সেন্সিং প্রযুক্তিতে ইরান বিশ্বে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এইক্ষেত্রে দেশটি বিশ্বব্যাপী অষ্টম স্থানে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: