• May 12 2024 - 15:49
  • 31
  • : Less than one minute

কৃষি যন্ত্রপাতি উৎপাদনে ৯৫ ভাগ সনির্ভর ইরান

ইরানের কৃষি যন্ত্রপাতি উৎপাদক সমিতির প্রধান হামিদ রেজা নামি বলেছেন, দেশের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির ৯৫ ভাগেরও বেশি দেশীয় উৎপাদকরা তৈরি করে থাকে।

ইরানের কৃষি যন্ত্রপাতি উৎপাদক সমিতির প্রধান হামিদ রেজা নামি বলেছেন, দেশের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির ৯৫ ভাগেরও বেশি দেশীয় উৎপাদকরা তৈরি করে থাকে। আইআরআইবি এই খবর দিয়েছে। তিনি বলেন, ইরান কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের আন্তর্জাতিক সমিতির সদস্য। সমিতির কৃষি যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে মাত্র ১৫টি বিখ্যাত সদস্য দেশ রয়েছে। ইরানের সদস্য হওয়ার অর্থ হল আমরা এমন একটি প্রস্তুতকারক দেশ যার বিশ্বের জন্য কিছু করার আছে।

‘‘তবে এই ক্ষেত্রের জ্ঞান হালনাগাদ করতে আমাদের নতুন সরঞ্জাম আমদানি করতে হবে, যাতে প্রযুক্তি স্থানান্তর ঘটে’’,  বলেন নামি। কৃষি মন্ত্রণালয়ের কৃষি, নির্মাণ ও খনির যন্ত্রপাতি দফতরের মহাপরিচালক আবুজার জামশিদভান্দের মতে, ইরানে কৃষি ও খনির যন্ত্রপাতি উৎপাদন গত ইরানি ক্যালেন্ডার বছরে (১৯ মার্চ যা শেষ হয়েছে) শতভাগ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: