• Jun 9 2024 - 18:22
  • 29
  • : Less than one minute

কিউএস র‍্যাঙ্কিংয়ে ইরানের ৯ বিশ্ববিদ্যালয়

কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে নয়টি ইরানি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে।

কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে নয়টি ইরানি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে। আগের বছরের চেয়ে দেশটির সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের (২০২৫) ২১তম সংস্করণে এই অগ্রগতি দেখা গেছে। এরআগে ২০২৪ সালে ইরানের সাতটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে স্থান পায়।

এই বছরের র‌্যাঙ্কিংয়ে ১০৫ টি উচ্চ শিক্ষা ব্যবস্থায় দেড় হাজারের অধিক প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি (৩৪২তম), তেহরান বিশ্ববিদ্যালয় (৩৬৮তম), আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি (৪০৩তম), ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৪৩৬তম) এবং ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি (৪৮৯তম) যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া অন্যান্য শীর্ষ ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে তাবরিজ ইউনিভার্সিটি (৫৫২), শিরাজ ইউনিভার্সিটি (৬৯১-৭০০), শহিদ বেহেশতি ইউনিভার্সিটি (৮৫১-৯০০) এবং মাশহাদের ফেরদৌসি ইউনিভার্সিটি (৯৫১-১০০০)। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: