• Nov 14 2023 - 15:00
  • 67
  • : Less than one minute

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ইরানের সেরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ল

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে (কিউএস) ২০২৪ সালে শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩১টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে (কিউএস) ২০২৪ সালে শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩১টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর আগে ২০২৩ এবং ২০২২ সালে যথাক্রমে দেশটির ১৬ এবং ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পায়।

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইরানের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এরপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আমিরকবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এশিয়ার মোট ৮৫৬টি বিশ্ববিদ্যালয় এই বছরের কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।

পিকিং ইউনিভার্সিটি এই অঞ্চলের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে। পিকিং ইউনিভার্সিটির পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ হংকং (হংকং) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (সিঙ্গাপুর)।

শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ৮৫তম, তেহরান বিশ্ববিদ্যালয় ৮৮তম, আমিরকবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি ১২১, ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ১৬৬তম এবং শিরাজ ইউনিভার্সিটি ১৮৪তম স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: