কারবালায় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন ২ কোটির বেশি মানুষ
ইরানের রাজধানী তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ আবু তোরাবিফার্দ বলেছেন, ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে এ বছর কারবালা অভিমুখী শোভাযাত্রায় ৪০ লাখ ইরানি অংশ নিয়েছেন।
ইরানের রাজধানী তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ আবু তোরাবিফার্দ বলেছেন, ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে এ বছর কারবালা অভিমুখী শোভাযাত্রায় ৪০ লাখ ইরানি অংশ নিয়েছেন। মুসলমানেরা এ বছরও সেখানে বীরত্বগাথা রচনা করেছেন। আর এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে ইরাকের সরকার ও জনগণ।
ইরাকিদের আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু তোরাবিফার্দ।
গত ৬ সেপ্টেম্বর ছিল ইরাকের কারবালায় ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী। এই দিবসকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ কারবালায় ইমাম হুসাইন (আ.)'র মাজারে সমবেত হয়েছিলেন। তারা মাজার জিয়ারতের পাশাপাশি শোকানুষ্ঠান পালন করেছেন।
হজরত আব্বাস (আ.)'র মাজার পরিচালনা কমিটির হিসাব অনুযায়ী এ বছরের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ ইরাকে শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন।
তেহরানের জুমা নামাজের খতিব বলেন, ইরাকের নারী-পুরুষেরা জিয়ারতকারীদের জন্য অনেক কষ্ট করেছেন। তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে জিয়ারতকারীদের সম্মান প্রদর্শন করেছেন, তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে সর্বাত্মক সেবা দিয়েছেন। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।#
পার্সটুডে
.