• Nov 29 2022 - 12:16
  • 88
  • : Less than one minute

কাতারের আমির এবং ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট এবং কাতারের আমির টেলিফোনে আলাপ করেছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট এবং কাতারের আমির টেলিফোনে আলাপ করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারসহ বিভিন্ন বিষয়ে তারা মত বিনিময় করেন।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি'র সঙ্গে ফোনালাপে বলেছেন: বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে। গত ২০ নভেম্বর কাতারের আতিথ্যে বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল টিম এই টুর্নামেন্টের গ্রুপ-বি'তে রয়েছে। এই গ্রুপে ব্রিটেন, আমেরিকা এবং ওয়েলসও রয়েছে।

২২ তম বিশ্বকাপের গ্রুপ বি-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে ইরান হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে ইরান। কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে গুয়াতেমালার রেফারি মারিও আলবার্তো এসকোবারের পরিচালনায় ওই খেলাটি অনুষ্ঠিত হয়।

কাতার বিশ্বকাপের তৃতীয় খেলায় ইরান আমেরিকার বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত ১ টায়।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: