• Jul 25 2023 - 11:17
  • 59
  • : Less than one minute

ককেশাস অঞ্চলে ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী ইরান: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সব আঞ্চলিক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাসী এবং ককেশাস অঞ্চলে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সব আঞ্চলিক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাসী এবং ককেশাস অঞ্চলে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের বিরোধী।

ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জোয়িয়ান গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।ইরানের প্রেসিডেন্ট বলেন, যেকোনো আঞ্চলিক সমস্যার সমাধান এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমে হতে হবে; কোনো বহিঃশক্তির মাধ্যমে নয়।

রায়িসি বলেন, আঞ্চলিক ইস্যুগুলোতে যেকোনো বিদেশি হস্তক্ষেপ সমস্যাকে জটিল করা ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না। সীমান্তবর্তী নাগরনো-কারাবাখ নিয়ে বিরোধ মীমাংসায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তি আলোচনার প্রতি ইরানের সমর্থন ঘোষণা করে তিনি বলেন, এ আলোচনার মাধ্যমে ককেশাস অঞ্চলে যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে তেহরান আশা করছে।

বৈঠকে আর্মেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে রায়িসি বলেন, কোনো প্রতিবন্ধকতাই ইরান-আর্মেনিয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

এ সময় আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ককেশাস অঞ্চলের ঘটনাপ্রবাহের ব্যাপারে ইরানের নীতি-অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। মির্জোয়িয়ান বলেন, তার দেশকে কখনও ইরানবিরোধী তৎপরতার ক্ষেত্রে হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: